বিপুল উৎসাহ-উদ্দিপনায় বিশ্বনাথে ‘বাংলা নববর্ষ’ উদযাপন

gbn

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ //

সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে উদযাপন করা হয়েছে ‘১৪৩২ বাংলা নববর্ষ’।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মধ্য দিয়ে ‘পহেলা বৈশাখ’ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী-কৃষকরা নানান সাজে সজ্জিত হয়ে অংশগ্রহন করেন।

 

 

উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ’সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে বর্ষবরণ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠানমালা।

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে ‘১৪৩২ বাংলা’ নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। সকাল ১০টার দিকে বর্ষবরণ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজন করা হয় ‘লোকজ মেলা’ ও ‘কৃষি প্রযুক্তি মেলা’র।
এরপর বর্ষবরণ উপলক্ষ্যে ১৩ এপ্রিল (রোববার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. হিতাংশু শেখর পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, বিয়াম ল্যাবরোটরি স্কুলের প্রধান শিক্ষক মণিকাঞ্চন চৌধুরী, জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্রামুল ইসলাম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন