নতুন বছরে নতুন আশা

gbn

॥হুসনা খান হাসি॥

নতুন দিনে নতুন বছর,
পয়লা বৈশাখে রঙের ভর।
চলো সবাই প্রাণ খুলে গাই,
দুঃখ-ভয় সব দূরে যাক যাই!

পুরোনো গ্লানি ফেলে পিছে,
নতুন স্বপ্ন হৃদয় নিছে।
দীপ জ্বেলে চোখে আগুন,
চলো গড়ি শক্তি-সাগর,
দু’চরণে ভরপুর ধ্বনি।

প্রতিবন্ধক যতই আসুক,
বাঙালি তার পথ ঠিক বাসুক।
দীপ্ত পায়ে এগিয়ে যাবে,
নতুন আলো হৃদয় জাগে।

আসুক বছর, ১৪৩২,
নিয়ে আসুক আশার রাশি।
হাসি-কান্না, জয়-পরাজয়,
সব পেরিয়ে হোক জীবনের জয়!

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন