ডা. মুরাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার

gbn

জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ডা. মুরাদ হাসানের সহযোগী শীর্ষ সন্ত্রাসী রাজা মেম্বারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের সকালে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে দুটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আওনা ইউনিয়নের কিশোর গ্যাংয়ের হোতা শীর্ষ সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোবারক হোসেন রাজা, মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির ও তার সহযোগী মোহাম্মদ ফারুক।

 

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত আওনা ইউনিয়নের পাখিমারা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৯টি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৫ পিচ ইয়াবা, ৫ গ্রাম গাঁজা, ৭টি মোবাইল ফোন, মাদক বেচাকেনার ৬ হাজার ৫৫৭ টাকা, গ্যাস লাইটসহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধে জনগণকে সেনাবাহিনী সহায়তা করার কথা জানান তিনি।

 

জানা যায়, ফ্যাসিস্ট সরকারের নানা কর্মকাণ্ডে বিতর্কিত সাবেক এমপি ডা. মুরাদ হাসানের ছত্রচ্ছায়ায় আওনা ইউনিয়নে আধিপত্য বিস্তার করেন রাজা। ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন পরিষদের সদস্য পদ বাগিয়ে নেন। এর পর থেকেই অপরাধের এক অভয়ারণ্য ব্যবহার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন এই রাজা। রাজার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, পৃথক দুটি অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন