বন্ধ হচ্ছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার

gbn

নভোএয়ারের ফ্লাইট কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন সংস্থাটির সেলস বিভাগের প্রধান মেসবাউল হক। তিনি জানান, ২০ এপ্রিল ২০২৫ থেকে দেশীয় এই এয়ারলাইন্সটি তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ রাখবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সংস্থার পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, এটি বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি।

এর আগে, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সাবেক সরকারি কর্মকর্তা মাহবুব কবির মিলন একটি ফেসবুক পোস্টে নভোএয়ারের ফ্লাইট বন্ধের বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, এটি মূলত কোম্পানির মালিকদের সিদ্ধান্ত। তারা আর এই ব্যবসায় আগ্রহী নন এবং ইতোমধ্যে উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতে এটি একটি নেতিবাচক সংকেত, কারণ এটি বাজারে প্রতিযোগিতা হ্রাস করে।

 

বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এর অঙ্গপ্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রা ছাড়া আর কোনো বেসরকারি এয়ারলাইন্স থাকছে না। ফলে অভ্যন্তরীণ রুটে একচেটিয়া ব্যবসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এতে সাধারণ যাত্রীরা বিকল্প সেবা বেছে নেওয়ার সুযোগ হারাচ্ছেন, যা নিঃসন্দেহে হতাশাজনক।

 

নভোএয়ারের জনসংযোগ কর্মকর্তা নীলাদ্রি শেখরকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তার কাছে আসেনি। তবে সিদ্ধান্ত আসলে গণমাধ্যমকে জানানো হবে বলে আশ্বস্ত করেন তিনি।

অভ্যন্তরীণ সূত্রে আরও জানা গেছে, নভোএয়ার এর আগে নতুন ও আধুনিক উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনার কথা জানালেও তা বাস্তবায়ন করতে পারেনি। বর্তমানে বিদ্যমান উড়োজাহাজ বিক্রি করার সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ১৯ এপ্রিল পর্যন্ত টিকিট বিক্রি চালু থাকলেও পরদিন থেকেই সব ফ্লাইট বন্ধ থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন