বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশন ইউকের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব জালাল উদ্দিন আহমদ গত রাতে লণ্ডনের একটি কেয়ার হোমে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন )।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর । তিনি একজন প্রবীন ক্যাটারারস ও সমাজসেবী ছিলেন ।ক্যাটারিং ইণ্ডাস্ট্রির উন্নয়নে অনেক কাজ করে গেছেন ।তিনি দীর্ঘদিন ট্রাভেলস ব্যবসার সাথেও জড়িত ছিলেন ।ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরোপকারী ,সদা হাস্যজ্বল ও একজন সামাজিক ব্যক্তি । মরহুমের গ্রামের বাড়ি ছিল মৌলভীবাজার উপজেলার কুচার মহল গ্রামে ।তিনি লণ্ডনের নর্থউড এলাকায় বসবাস করতেন । আগামীকাল ১৬ এপ্রিল বুধবার বাদ জোহর ( ১-৩০মিনিটে ) মরহুমের নামাজে জানাযা হোয়াইট চ্যপেল রোডস্থ ইষ্ট লণ্ডন মসজিদে অনুষ্ঠিত হবে । মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমিউনিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান , বিশিষ্ট সাংবাদিক ও ইষ্ট হ্যাণ্ডস চ্যরিটির চেয়ারম্যান নবাব উদ্দিন ,বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর ,প্রবীন ক্যাটারারস শামসুর রহমান ,সাবেক ব্যাংকার মাহবুবুর রহমান ,কমিউনিটি নেতা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর ও নুরুল ইসলাম মাহবুব ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন