আমাদের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম জানান -
আজ ১৫ই এপ্রিল সোমবার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রখ্যাত কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিত্র দেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি একমাত্র ছেলে স্ত্রী ও অনেক আপনজন রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সৌমিত্র দেব ১৯৭০ সালে ২৭শে জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম আলো পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রেডটাইমস ডটকম ডট বিডি এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিতে তার অবদান অনস্বীকার্য। তার প্রকাশিত অসংখ্য গ্রন্থ ও রয়েছে। তিনি লোকসাহিত্য গবেষণায় ও বিশেষ খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রে ও তার অংশগ্রহণ ছিল। তার মরদেহ নিজ বাড়ি মৌলভীবাজারে সমাহিত করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন