বল হাতে দ্যুতি ছড়িয়ে আবারও লাহোরকে জেতালেন রিশাদ

gbn

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগের ম্যাচে কুয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছিলেন রিশাদ হোসেন। নিজ দল লাহোর কালান্দার্স জিতেছিল ৭৯ রানে।

পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করলেন এ লেগস্পিনার। মঙ্গলবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচেও নিলেন সমান ৩ উইকেট। খরচ মাত্র ২৬ রান। এই ম্যাচে ইকোনমি আর উইকেট মিলিয়েও সেরা বোলার রিশাদ। ম্যাচে তার প্রতিদ্বন্দ্বী ও সতীর্থ শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নিয়েও খরচা করেন ৩৪ রান।

 

মঙ্গলবারের অসাধারণ পারফরম্যান্স করে রিশাদ জিতেছেন ৩ লাখ পাকিস্তানি রুপির সুপারপাওয়ার পুরস্কার। সব মিলিয়ে পিএসএল ক্যারিয়ারের প্রথম দুটি ম্যাচ স্বপ্নের মতোই হয়েছে ডানহাতি এ স্পিনারের।

শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান করে লাহোর। জবাবে করাচি কিংস অলআউট হয় মাত্র ১৩৩ রানে।

 

করাচিকে এত কম রানে গুটিয়ে দেওয়ার অভিযানে বড় অবদান রিশাদের। বাংলাদেশি টাইগার ক্রিকেটার করাচির ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসেই দুটি উইকেট তুলে নেন। তাও গুরুত্বপূর্ণ দুই উইকেট। আউট করেন শান মাসুদ ও ইরফান খানকে।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে আব্বাস আফ্রিদিকে আউট করেন রিশাদ। এতে ৫০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে করাচি। অষ্টম ও নবম উইকেটের জুটিতে কিছু রান করে মান বাঁচায় দলটি।

বল হাতে সফল হলেও ব্যাট হাতে ভালো কিছু করার সুযোগ পাননি রিশাদ। ইনিংসের শেষ বলে ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে রানআউটের শিকার হন। ৩ বলে করেন ২ রান।

 

 

 

লাহোরের হয়ে এ ম্যাচে সর্বোচ্চ ৪৭ বলে ৭৬ রান করেন ফখর জামান। ৪১ বলে ৭৫ রান করেন ড্যারিল মিচেল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন