সাগরে মাছ আহরণে নিষেধাজ্ঞা উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি, সচেতনতা ও টাস্কফোর্স কমিটির সভা

gbn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। 

সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ এর বিধি ৩ অনুযায়ী ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সকল ধরণের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষেধাজ্ঞা উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি, সচেতনতা সভা, টাস্কফোর্স কমিটির সভা এবং শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তর ও স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাস্তবায়নে এবং দেবদুয়ার ও পূর্ব মাহমুদকাটি আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতির আয়োজনে একটি র‍্যালি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর সভাপতিত্বে সচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ। এসডিএফ অফিসার মোঃ নাসিম আহম্মেদ আনসারী সঞ্চালনায় বক্তৃতা করেন, বিআরডিবি কর্মকর্তা মোঃ ওয়াহিদ মুরাদ, মেরিন অফিসার অসিত কুমার সরকার, বিআরডিবি সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি বিমল বিশ্বাস, সেক্রেটারি জয়ন্ত রায়। সভায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত সাগরে সকল ধরণের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপজেলার সকল জায়গায় মাইকিং অব্যাহত রয়েছে। এসময় উপজেলার ১০ টি মৎস্যজীবী গ্রাম সমিতির প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে পরবর্তীতে টাস্কফোর্স কমিটির সভা এবং বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন