গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রোববার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পাটগাতী চৌরাস্তায় সমাবেশে মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ প্রমূখ। এসময় বক্তরা বঙ্গবন্ধু কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান। এঘটনার সাথে জড়িতদের প্রেফতারসহ শাস্তির দাবী করেন। এরপর পাটগাতী বাজার হয়ে বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামীলীগ অফিসের সমনে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ এঘটনার প্রতিবাদে মানববন্ধন করে। অপরদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। বেলা ১২ টার দিকে মিছিল বঙ্গবন্ধু কলেজ থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন