বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

gbn

বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসসহ আরও অনেকের নাম রয়েছে।

 

হিলারি রডহ্যাম ক্লিনটন অধ্যাপক ইউনূস সম্পর্কে লিখেছেন, তিনি সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক ক্ষমতায়ন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ক্ষেত্রে নিবেদিতভাবে কাজ করেছেন।

তিনি গ্রামীণ ব্যাংকের সঙ্গে ইউনূসের যুগান্তকারী কাজের কথাও স্মরণ করেন। মুহাম্মদ ইউনূস কয়েক দশক আগে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। যার সুবিধা লাখ লাখ মানুষ গ্রহণ করেছে। এর মধ্যে ৯৭ শতাংশই নারী।

 

 

 

জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। ওই অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন