নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট //
সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্য অবস্থানরত গোয়াইনঘাট উপজেলা প্রবাসী নেতৃবৃন্দ।
স্থানীয় সময় (১৬ এপ্রিল) বুধবার ৬টায় অভিজাত একটি হলরুমে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিল হাফিজ আব্দুল মুবিনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর সাবেক সভাপতি আব্দুল আহাদের পরিচালনায় বক্তব্য রাখেন- কমিউনিটি নেতৃবৃন্দ ওয়ারিস উদ্দিন, নাজিম উদ্দিন, আনিস রাহমান, আজির উদ্দিন, ফজলুর রহমান, ইমরান আহমেদ, মো আব্দুল্লাহ, ইকবাল আহমদ।
হুদাইফার কোরআন তেলাওয়াতের মাধ্যেমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুমন।
আরও বক্তব্য রাখেন- মারুফ আহমদ, শাহাদাত হোসেন ছোটন, রাসেল আহমেদ, মহি উদ্দিন সুমন, বদরুল ইসলাম, দুলাল আহমেদ, এনামুল হক, সোহাগ আহমেদ, তারেক রহমানসহ অনেকেই।
উপস্থিত ছিলেন- সাজ্জাদুর রহমান সাগর, আব্দুল আজিজ, ফাহাদ আহমেদ, হাসান আহমেদ, ফাহিম আহমেদ, সাগর, বাবর আহমেদ, নুরুল আমিন, আরিফুর রহমান, নুরুল আমিন, জুবেল আহমেদ, ইমন আহমেদ, ফয়েজ উদ্দিন, শাকিল আহমেদ, ফয়েজ উদ্দিন প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন