সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
বর্ষবরণ বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখের প্রথম দিনে বাংলা নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব । ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার নানা আয়োজন ৷
"আবার এসেছে বৈশাখ, বাংলার প্রাণের উৎসব। নতুন সূর্য, নতুন সম্ভাবনা আর নতুন আনন্দ নিয়ে এসেছে নতুন বছর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী উৎসবমুখর আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করছে সিরামিক ও টাইলস সেক্টরে জনপ্রিয় প্রতিষ্ঠান "এক্সিলেন্ট সিরামিক গ্রুপ।"
বর্ষবরণ করতে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানী ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ'র রুপায়ন ট্রেড সেন্টারের ১৭ তলায় কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল বর্ণিল সব আয়োজন। ছিল বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য ভিত্তিক খেলা, ঐতিহ্যবাহী বাঙালিয়ানা ভোজ এবং বাঙালি সংস্কৃতির নানা দিক। সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে ২১ এপ্রিল পর্যন্ত। নান্দনিক আয়োজনের মাধ্যমে সপ্তাহব্যাপী বাংলা নতুন বছরকে বরণ করছেন এক্সিলেন্ট সিরামিক গ্রুপের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দেশব্যাপী সম্মানিত ডিলার ও এজেন্টসহ সিরামিক ও টাইলস সেক্টরের ব্যবসায়ীরা।
সপ্তাহব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এক্সিলেন্ট সিরামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এক্সিলেন্ট সিরামিকস্ গ্রুপের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আব্দুল হাকিম সুমন বলেন, "নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনা, সৃজনশীলতা এবং অগ্রগতির দ্বার উন্মোচন করে। বিগত সময়গুলোতে আপনাদের সহযোগিতা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের পথচলায় সাহস ও প্রেরণা জুগিয়েছে।এক্সিলেন্ট সিরামিকস্ গ্রুপ সবসময় পণ্যের যথাযথ মান এবং আস্থার প্রতীক হয়ে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।"
তিনি আরো বলেন, " নতুন সূর্য, নতুন সম্ভাবনা আর নতুন আনন্দ নিয়ে এসেছে। এই শুভক্ষণে, এক্সিলেন্ট সিরামিকস্ ও মার্কো পোলো সিরামিক কোম্পানির পক্ষ থেকে আমাদের সকল প্রিয় পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দেশব্যাপী সম্মানিত ডিলার ও শুভানুধ্যায়ীদেরকে জানাই নতুন বছর শুভেচ্ছা।"
এদিকে, কোম্পানির নির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও হেড অব সেলস্ কাজী মোহাম্মাদ আব্দুল্লাহ ফারুক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাহারি স্বাদের মিষ্টি নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন ডিলার পয়েন্টগুলোতে যাচ্ছেন এবং নিজ হাতে সম্মানিত ডিলারদেরকে মিষ্টিমুখ করান।
বিকেলে, কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উৎসবমুখর পরিবেশে আয়োজন করেন নানান ধরনের খেলা ও প্রতিযোগিতার। সন্ধায় ছিল ঐতিহ্যবাহী বাঙালিয়ানা খাবারের বিশেষ আয়োজন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন