যুক্তরাজ্যের অ্যালামনিদের সম্মাননা প্রদান করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে

gbn

আনসার আহমেদ উল্লাহ: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে উদযাপন করলো সংগঠনের পাঁচ বছর পূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। গত ১৭ এপ্রিল, বৃহস্পতিবার বার্কিং টাউন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠান আয়োজনে ছিলেন বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরী।

 

মেয়র পার্লারে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ক্লাবের প্রতিষ্ঠাকালীন অ্যালামনি ও পরিচালনা পরিষদের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় এবং থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান,  ‌ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সোনালী ব্যাংক ইউকের সাবেক ডেপুটি সিইও আমীরুল ইসলাম, ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ঝুমুর দত্ত, মুজাহিদুল ইসলাম, লাবনী রেজা, শওগত আলী বেনু, জাহানারা পলি, ফাতেহা পলি ও হিমিকা ইমাম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক এন্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামুছুদ্দোহা।

 

আলোচনাকালে বক্তারা যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরে বলেন, যুক্তরাজ্যের অ্যালামনিদের উদ্যোগেই টাইমস হায়ার এডুকেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এ তালিকাভূক্তি সহজ হয়। যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব অ্যালামনি শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে র্যাংকি ও শিক্ষার মান বাড়াতে প্রস্তাবনা দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই প্রস্তাবনা বিবেচনায় নিয়েছে। এছাড়াও অক্সফোর্ড, কেইমব্রীজ ও ইউসিএল এর মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও গবেষণার আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও মূল্যায়ন পদ্ধতি চালুর ব্যাপারেও ঢাকা বিশ্ববিদ্যালয়  ক্লাব ইউকে আয়োজন করেছিলো গ্লোবাল এডুকেশন সেমিনার। বিগত দিনগুলিতে ক্লাবে এই কর্মপরিধির সাথে যারা যুক্ত থেকেছেন ও সহযোগিতা করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন সেইসব অ্যালামনিদের মধ্যে ৩০ জনের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সিনিয়র অ্যালামনি ব্যারিস্টার আনিস রহমান ওবিইকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও পৃষ্ঠপোষক প্রতিনিধি হিসেবে এএইচজেড এসোসিয়েটস এর গোলাম মর্তুজা, সামিস স্টুডিও এবং স্টোনব্রীজ লিগ্যাল সলিউশন্সের ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়কে সম্মনানা পদক তুলে দেন মেয়র ও ক্লাবের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। বর্ষপূর্তি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের সদস্য নীলা নিকির লেখা ১০টি কবিতার বই প্রকাশের জন্য তাকে বিশেষ সম্মানানা জানানো হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী নন্দিতা মুখার্জি ও সারোয়ার ই আলম। সবশেষে সকল অ্যালামনিদের নিয়ে বর্ষপূর্তির কেইক কেটে আনুষ্ঠানিকতা শেষ করেন বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন