কলাগাছের ভেলা বর্ষার অথৈ জলের যানবাহন

gbn

মিজানুর রহমান মিজান ||

বাংলাদেশ ষড়ঋতুর সবুজ মাঠ বেষ্ঠিত একটি অপরুপ সৌন্দর্যের দেশ।দুই মাসে এক ঋতু।প্রতি ঋতুতে এ দেশের প্রকৃতি পৃথক পৃথক রুপ ধারণ করে।যা দেখে এ দেশের মানুষের আকর্ষন মননশীলতায় সমৃদ্ধি লাভ করে।ভিন দেশের মানুষ হয় অভিভুত।তেমনি একটি ঋতুর নাম হচ্ছে বর্ষা ঋতু।আষাঢ়-শ্রাবন এ দুই মাস হচ্ছে বর্ষাকাল।এ সময় প্রচুর বৃষ্টিপাত হয় প্রাকৃতিক নিয়মে।ভরে যায় নদী-নালা,খাল-বিল।চারিদিকে পানির সমারোহ।তখনই এ দেশের শিশু-কিশোররা আগেকার দিনে শুরু করতেন কলাগাছ কাটতে এবং তা দিয়ে এভাবে তৈরী করতেন ভেলা।যা ছিল তখন চলাচলের হাতিয়ার।তখনকার সময়ের এমন মানুষ খুজে পাওয়া যাবে না,যিনি কলাগাছের ভেলা দেখেননি। কিন্তু আজ তা গিয়েছে হারিয়ে।আজকের প্রজন্ম ভেলা দেখা দুরের কথা নামটি অধিকাংশ শিশু-কিশোর জানেন না,পরিচিত নন।সে সময় আমরা দেখেছি শিশু-কিশোররা নাওয়া-খাওয়া ছেড়ে সারাদিন ভেলা ভাসিয়ে প্রচুর আনন্দে দিনাতিবাহিত করতে।(নাওয়া সিলেটের আঞ্চলিক ভাষায় গোসল)অনেক সময় দেখা যেত বড়রা এ যানবাহনের যাত্রী হলেও বড়দেরকে ভেলা চালিয়ে নেবার সুযোগ দিতেন না শিশু-কিশোররা।শিশু-কিশোর ভেলা পরিচালনা থেকে বঞ্চিত হবার ভয় বা আশংকায় তাদের বায়না থাকতো আমি চালিয়ে নেব।না হলে অনেক রাগারাগি,অভিমান তো ছিল নিত্যসঙ্গি।ভেলা চালাতে কত যে আনন্দ ছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।অনেক সময় পানি নামতে বিলম্ব হলে প্রায় ঘরেই ভেলা তৈরী করতেন এবং ভেলা চালিয়ে সে সময় যাতাযাত করতেন। আজ মোটেই যে দৃশ্য দেখা যায় না।তুলনামুলক কলাগাছই গেছে সিলেট অঞ্চল থেকে উধাও হয়ে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন