দর্শক আকৃষ্ট করতে সিনেমার প্রযোজক, পরিচালক ও শিল্পীদের চেষ্টার অন্ত নেই। নতুন প্রজন্মের দর্শক অ্যাকশন পছন্দ করে। তাদের সেই চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ ভারতের সিনেমায় দেখা যায় মারপিটের ছড়াছড়ি। সিনেমার বেশিরভাগ বাজেট ব্যয় হয় অ্যাকশনের জন্য।
তেমনই এক সিনেমা হতে যাচ্ছে ‘এসএসএমবি২৯’। ‘বাহুবলী’ ছবির নির্মাতা এস.এস. রাজামৌলি এটি তৈরি করছেন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারণ মতো সুপারস্টারেরা।
বিশাল বাজেটে অনেক বড় পরিসরে নির্মিত হবে ছবিটি। এর প্রতিটি দৃশ্যের জন্য আলাদা বাজেট করা হয়েছে। বিশেষ করে অ্যাকশনের দৃশ্যের জন্য থাকছে অভাবনীয় আয়োজন। সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে, এই ছবিতে এমন একটি অ্যাকশন দৃশ্য থাকবে যেখানে প্রায় ৩ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন!
এই অ্যাকশন দৃশ্যটি নৌকায় ধারণ করা হবে। এতে থাকবে আগুন ও পানি মিলিয়ে বিশাল এক বিশৃঙ্খল পরিস্থিতি। ভারতীয় গণমাধ্যম বলছে, দৃশ্যটি হবে সিনেম্যাটিক ব্লকবাস্টার লেভেলের।
এই দৃশ্যে মহেশ বাবুর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারণকেও দেখা যাবে। তিন তারকা এই দৃশ্যের জন্য চলতি মাসের শেষে ফিজিক্যাল ট্রেনিং ও প্রস্তুতি শুরু করবেন বলে জানা গেছে।
এই বিশাল অ্যাকশন দৃশ্যটির শুটিং হবে হায়দরাবাদে। মে অথবা জুন মাসে চলবে দৃশ্যায়ন।
সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২৭ সালে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন