বিশ্ববাজারে সোনার দাম ৩৭০০ ডলারে উঠতে পারে

gbn

ট্রাম্পের পাল্টা শুল্কে বাড়ছে সোনার ঝলক, বছর শেষে দাম ছুঁতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ৭০০ ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাব পড়েছে বিশ্ববাজারে আর এতে বাড়তে শুরু করেছে সোনার দাম। 

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স আশঙ্কা করছে, চলতি বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৭০০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে তারা সোনার দামের পূর্বাভাস দিয়েছিল ৩ হাজার ৩০০ ডলার।

তবে সর্বশেষ পূর্বাভাসে তা সংশোধন করে বলেছে, সোনার দাম ৩ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৯৫০ ডলারের মধ্যে উঠানামা করতে পারে। 

 

কেন বাড়বে সোনার দাম?

গোল্ডম্যান স্যাক্স বলছে, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনায় আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি সোনাভিত্তিক ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) তহবিলে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা আছে। মূলত এই দুই কারণে সোনার দাম বাড়তে পারে।

 

 

মন্দা এলে কী হবে?

বিশ্ববাজারে যদি অর্থনৈতিক মন্দা দেখা দেয়, তাহলে সোনার দাম আরো লাফিয়ে বেড়ে আউন্স প্রতি ৩ হাজার ৮৮০ ডলার পর্যন্ত উঠতে পারে, এমনটাই বলছে রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে। তবে গোল্ডম্যান স্যাক্স বলছে, যদি বাজারে রাজনৈতিক বা নীতিগত অনিশ্চয়তা দূর হয়, তাহলে বিনিয়োগকারীরা আরো হিসেব করে বিনিয়োগ করবে। তখন সোনার দাম এতটা না বাড়লেও, আউন্স প্রতি ৩ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে তাদের ধারণা।

সোনার চাহিদা কতটা বাড়ছে?

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার চাহিদাও বাড়ছে।

চলতি বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার চাহিদা প্রতি মাসে ৮০ মেট্রিক টনে ওঠার পূর্বাভাস রয়েছে, যা আগের বছর ছিল ৭০ মেট্রিক টন।

 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে সোনা বেচাকেনা হয়েছে ৪ হাজার ৯৭৪ টন আর ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো কেন্দ্রীয় ব্যাংকগুলো ১ হাজার টনের বেশি সোনা কিনছে। গত বছর সবচেয়ে বেশি সোনা কিনেছে পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক—মোট ৯০ টন।

সোনার বর্তমান দাম কেমন?

গোল্ডপ্রাইস ডট অর্গ-এর তথ্যমতে, আজ বিশ্ববাজারে সোনার দাম সামান্য কমেছে। বর্তমানে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৩১৫ ডলার।

গত এক মাসে বেড়েছে ২৭৯ ডলার আর গত এক বছরে বেড়েছে ৯২৬ ডলার। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় বাজারেও সোনার দাম বাড়ছে। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন