অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগেরদিন বলেছিলেন, নতুন করে শুরু করতে চান তার। সেই নতুন শুরুর নমুনা আজ সিলেটে দেখিয়ে দিলো বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যে জিম্বাবুয়ে টেস্ট খেলার জন্য অনেকটা হাঁস-ফাঁস করে, কেউ তাদের সঙ্গে টেস্ট খেলতে চায় না, সেই জিম্বাবুয়ের বিপক্ষেই ঘরের মাঠে প্রথমদিনই ব্যাকফুটে চলে যেতে হলো বাংলাদেশ দলকে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলিংকে মোটেও সামলাতে পারেনি টাইগাররা। অলআউট হয়েছে ১৯১ রানে। এরপর ব্যাট করতে নামা জিম্বাবুয়ে খেলেছে ১৪.১ ওভার। এর মধ্যে একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশের বোলাররা।
প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান। এখনও ১২৪ রান পিছিয়ে তারা। তবে, প্রথমদিন যেভাবে খেলেছে, তাতে সফরকারী জিম্বাবুয়েই অনেকটা এগিয়ে থাকলো।
বিস্তারিত আসছে.

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন