মেয়ে দেখে হাসলেই একটা প্রাণ চলে যাবে, প্রশ্ন ওমর সানির

gbn

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ‘ছুরিকাঘাতে’ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।

ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নানা পোস্টে বলা হচ্ছে, বহিরাগত দুই মেয়েকে দেখে হাসাহাসি করেছিলেন পারভেজ ও তার কিছু বন্ধু। সেই দুই মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের ওপর চালানো হয় হামলা। নেটিজেনরা শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ওপর এমন নৃশংস হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ নিয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানি। তিনি এ ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেন রাষ্ট্রের কাছে। এই তারকা ছোট এক স্ট্যাটাসে লিখেছেন, ‘মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো এতে করে একটা প্রাণ চলে যাবে! রাষ্ট্র মেয়ে দু’টার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই।’

সবশেষে তিনি বলেন, ‘রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে অপেক্ষায় থাকলাম।’

এদিকে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার এ ঘটনা নিয়ে গণমাধ্যমে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন