হুসনা খান হাসি॥
তুমি কি সেই ফুল, যে ফোটে অপেক্ষার ছায়ায়?
যে বাঁচে শুধু ভালোবাসার নিঃশব্দ আভায়?
তোমার পাঁপড়িগুলো যেন গল্প, অন্তহীন, ধীর, তবু আলোয় মোড়া এক আশার ভাষা।
তুমি স্পর্শ করো, ছুঁয়ে যাও,
তবু যেন বাতাসে মিশে থাকা এক কোমল ছায়া।
ধরা যায় না, তবু অনুভবে আছো,
যেমন দিগন্তে ঝুলে থাকা শেষ বিকেলের আলো,
যা বলে, রাত পেরোলেই আসে নতুন সকাল।
তোমার অস্তিত্বে ঢেউ তোলে মন,
নিরবতায়ও জেগে ওঠে শব্দের সুর।
তুমি হারিয়ে যাও না, তুমি লুকিয়ে থাকো,
যেন চাঁদের আড়ালে থাকা তারা।
দেখা না গেলেও জানি, তুমিই সেই ভরসা।
ভালোবাসা যদি নদী হয়,
তবে তুমি তার নীরব প্রবাহ,
যা কেবল এগিয়ে চলে,
পাথরের গায়ে ধাক্কা খেয়েও পথ খুঁজে নেয়।
তুমি এক আশ্বাস, ভবিষ্যতের দিকে তাকানো চোখ,
এক অটুট প্রতীক্ষা, যে জানে, ঠিক আসবে দেখা।
তুমি এক কবিতা, যার শেষ লাইনে লেখা আছে,
আলো কখনও নিভে না, ভালোবাসা কখনো শেষ হয় না।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন