সুপারহিট তামান্নার সিনেমা সুপারফ্লপ, কারণটা কী

gbn

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই অভিনেত্রীর কোনো না কোনো ছবি ভাইরাল হয়। তার অভিনীত গান এলেই ভিউয়ের বন্যা বয়ে যায়। গেল কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। ওটিটিতেও পেয়েছেন সাফল্য। সেই তামান্না ভাটিয়াকে দেখতে হচ্ছে মুদ্রার উল্টোপিঠ।

যেখানে আছে কেবল হতাশা ও ব্যর্থতা। তার অভিনীত ‘ওডেলা ২’ ছবটি বক্স অফিসে লজ্জাজনক পারফর্ম করছে। মুক্তির তৃতীয় দিন শেষে মোট বাজেটের মাত্র ৮.৪% অর্থ তুলতে পেরেছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, বক্স অফিসে তামান্না ভাটিয়ার সিনেমা মুখ থুবড়ে পড়ছে!

 

অশোক তেজা পরিচালিত ‘ওডেলা ২’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে না। আর বক্স অফিসে তিন দিনের রিপোর্ট বলছে, সিনেমাটি ব্যর্থতার অতলে হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন?

কইমই দাবি করছে, ট্রেলার প্রকাশের পরই ছবিটির মান নিয়ে প্রশ্ন উঠেছিল। সিনেমার বিপ্লবের এই সময়ে এসে এমন গল্প ও আমেজের সিনেমা যে ব্যবসা করবে না সেই আভাসও মিলেছিল। মুক্তির পর সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

 

ছবিটি তিন দিনে মোট আয় করেছে মাত্র ২.১ কোটি টাকা। যা সিনেমাটির বাজেটের মাত্র ৮.৪%।

১৭ এপ্রিল মুক্তি পাওয়া এই সিনেমা ১৯ এপ্রিল তৃতীয় দিনে আয় করেছে মাত্র ৫৪ লাখ টাকা। এটি তিন দিনের মধ্যে সর্বনিম্ন আয়। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও আয়ের পরিমাণ বাড়বে বলে মনে করছেন না বাণিজ্য বিশ্লেষকরা।

সব মিলিয়ে ‘ওডেলা ২’ চরম ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। ছবিটি তামান্না ভাটিয়ার ক্যারিয়ারের জন্যও একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন