লন্ডন স্পোর্টিফের বর্ণাঢ্য অ্যাওয়ার্ড সম্পন্ন

gbn

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো লন্ডন স্পোর্টিফের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অ্যাওয়ার্ডস । গত ২০ এপ্রিল রোববার , ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সকলস্তরের খেলোয়ার ছাড়াও যোগদেন বিভিন্ন বারা কাউন্সিলের স্পিকার, কাউন্সিলার, কমিউনিটি ব্যক্তিত্ব ও ক্রীড়া অনুরাগীরা।
অনুষ্ঠানে অংশ নিয়ে সুধীজনরা বলেন, অত্যন্ত কম সময়ের ব্যবধানে লন্ডন স্পোর্টিফ খেলাধুলার ক্ষেত্রে যেভাবে এগিয়ে গেছে, তা সত্যিই অভাবনীয়। কমিউনিটির বর্তমান বাস্তবতায় তরুনদের এই পথে নিয়ে আসা খুবই চ্যালেঞ্জিং। তার পরও লন্ডন স্পোর্টিফ এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করতে পেরেছে। কমিউনিটির সকলের উচিত এই ক্লাবটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।

হাফিজ শাকির আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাংবাদিক ইব্রাহিম খলিল। তিনি এসময় ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন ভাইস প্রেসিডেন্ট ঈসা জাকির খলিল, সেক্রেটারী মুহিবুল আলম, ট্রেজারার আতিকুর রহমান, ক্লাব ম্যানেজার মুহি মিকদাদ, ইভেন্ট সেক্রেটারি ফরহাদ উদ্দিন, স্পোর্টস ডেভেলপমেন্ট সেক্রেটারী কালিম উদ্দিন, ক্নাব কো অর্ডিনেটর রেজাউল কবির ও কমিউনিকেশন সেক্রেটারী শুয়েব আহমদ।

কমিউনিটি এক্টিভিস্ট মেঘনা মিনারা উদ্দিনের সঞ্চালনায় পরবর্তীতে শুরু হয় অ্যাওয়ার্ড পর্ব। এবার ক্রিকেট, ফুটবল ও বেডমিন্টন মিলিয়ে প্রায় ৪৫টিরও বেশী এওয়ার্ড তুলে দেওয়া হয় খেলোয়ার ও কর্মকর্তাদের হাতে। খেলোয়ারদের হাতে সাফল্যের স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথি টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব‍্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক বাংলাদেশ করেসপন্ডেন্ট আকবর হোসেন, এস্পায়ার পার্টির চেয়ারম্যান ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের লিড মেম্বার কাউন্সিলার আব্দুল ওয়াহিদ, কাউন্সিলর ফারুক আহমেদ, নিউহ্যামের কাউন্সিলর সাবিয়া কামালী,
ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সাবেক কমিউনিটি এফেয়ার্স ডাইরেক্টর ড. জাকির খান, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলী, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রেডব্রিজের সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নূর, এলবি২৪ এর ফাউন্ডার শাহ ইউসুফ, ক্যাপিটাল কিডস ক্রিকেটের শহিদুল আলম রতনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় শেফ অনলাইন ও আরটা এওয়ার্ডের ফাউন্ডার মুহাম্মদ সালিক মুনিমকে। অনুষ্ঠানে ক্লাবের গত এক বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন