ম্যাচ এখনো আমাদের নিয়ন্ত্রণেই আছে: মিরাজ

gbn

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ৮২ রানের লিড দিয়েছিল জিম্বাবুয়ে। জবাবে ১ উইকেটে ৫৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনো ২৫ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৯১ রানে। জিম্বাবুয়ে যেন লিড নিতে না পারে, সেজন্য সামর্থ্যের সবই করেছেন বোলাররা। মেহেদী হাসান মিরাজ ফাইফার পূর্ণ করেছেন (৫২ রানে ৫ উইকেট)। নাহিদ রানাও করেছেন দারুণ বল। তবুও জিম্বাবুয়েকে লিড নেওয়া থেকে বিরত রাখতে পারেননি তারা। জিম্বাবুয়ে অলআউট হয় ২৭৩ রানে।

 

বাংলাদেশের খেলা দেখে ভক্তরা হতাশ হয়েছেন। জিম্বাবুয়ের কাছেও শেষমেশ হেরে যায় কি না বাংলাদেশ, সেই শঙ্কা তাদের মনে।

হতাশ ও উদ্বিগ্ন ভক্তদের অভয় দিয়েছেন মিরাজ। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান, সিলেট টেস্টের নিয়ন্ত্রণ এখনো বাংলাদেশের হাতেই আছে।

 

মিরাজ বলেন, ‘আমি মনে করি এখনও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই আছে। ওরা হয়তো ৮২ রানের লিড পেয়েছে আর আমরা এখন ২৫ রানে পিছিয়ে। এখনো আমাদের হাতে উইকেট আছে, ভালো ব্যাটসম্যানও আছে। যদি আমরা ভালো একটা স্কোর দাঁড় করাতে পারি, তাহলে চতুর্থ দিনে ওদের জন্য চ্যালেঞ্জিং হবে।’

শেষ ইনিংসে জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চান মিরাজ। এই রান হলেই সফরকারীদের বিপক্ষে লড়াই করতে পারবেন বলে মনে করেন ২৭ বছর বয়সী অলরান্ডার।

মিরাজ বলেন, ‘আমাদের আগে ঘাটতি পূরণ করতে হবে। তারপর আশা করি আমাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে বড় রান করবে। যেহেতু এখন উইকেটটা এমন যে, যদি আমরা ঠিকঠাক ব্যাট করি ৩৫০-৪০০ রান করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। চতুর্থ ইনিংসে যদি প্রতিপক্ষকে ৩০০ রানের লক্ষ্য দেওয়া যায়, তাহলে ওদের জন্য সেটা কঠিন হয়ে যাবে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন