বিএনপি'র কর্মী বিষপান ও আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার

gbn


    এস.এম. এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলেরবাগেরহাটের শরণখোলা উপজেলার মৃত আব্দুল জব্বার জমাদ্দার পুত্র এনায়েত জোমাদ্দার (৪২) নামে এক যুবককে বিষপান ও আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকালে শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি পয়েন্ট পাড় এলাকায় মুক্তিযোদ্ধা আলকাজের পুকুরের পাশে ডোবায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এনায়েতকে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা ইসলামী হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এনায়েত বিষপান করেছেন অথবা তাকে কেউ জোরপূর্বক বিষপান করিয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

এনায়েতের পরিবার সূত্রে জানা যায়, রাত ৯ টা বাজে পয়েন্ট পাড়ে তিনি ছিলেন তার স্ত্রী আকলিমা বেগম ফোন করলে বলেন যে ১০ মিনিটে আসতেছেন বাসায় এমতাবস্থায় ত্রিশ মিনিট পার হয়ে গেলে পরপর দুইবার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। এবং স্থানীয় কিছু যুবকের সঙ্গে তার বিরোধ ছিল। তবে পরিবারের দাবি, এনায়েত আত্মহত্যার চেষ্টা করতে পারেন না—তাকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে।

যে ডোবায় তাকে পাওয়া গেছে সেখানে গাছের পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এবং গাছ দিয়ে তার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। প্রথমে তার পেটে ছুরির আঘাত করে তারপরে জোরপূর্বক মুখে বিষ পান করায় ।এবং ছুটির আঘাতের ক্ষতস্থান জায়গায় বিষ ঢুকিয়ে দেয় দুর্বৃত্তরা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ জানান, “ঘটনাটি আমরাশুনেছি । এনায়েত এখনো কথা বলার মতো অবস্থায় নেই। তার জ্ঞান ফিরে এলে বিস্তারিত জানা যাবে।”

এনায়েত জমাদ্দারের মেজ ভাইয়ের ছেলে সোহাগ জমাদ্দার জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র। একজন সাধারণ কর্মী বিগত দিনে তার বাড়িতে আওয়ামী দোসররা হামলা মামলা লুটপাট অগ্নিকাণ্ড চালিয়েছে।

পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা না কি পরিকল্পিত হামলা—তা নির্ধারণে সব দিক খতিয়ে দেখা হবে।

স্থানীয়দের দাবি এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায়নে কঠোরতম শাস্তির মুখোমুখি করা। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন