অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও কাতারের উন্নয়ন তহবিলের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খালিফা আল-থানি বৈঠক করেছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তারা।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
চার দিনের সফরে ২১ এপ্রিল কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন