হুসনা খান হাসি॥
সূর্য আদর করে, তার আভায় উষ্ণতা,
এই উষ্ণতা শুধু তাপ নয়,
এ এক রকম আশ্বাস,
নতুন দিনের, নতুন সম্ভাবনার।
সে যেন প্রতিদিন আমাকে ডাকে,
ঘুম জড়ানো চোখে,
এক নতুন আশার দিগন্ত দেখায়।
আমি হাঁটছি, নির্ভয়ে, ভালোবেসে,
নিজেকে, জীবনকে, আর সেই সূর্যকে।
যে প্রতিদিন বলে যায়,
চলো, আবার শুরু করি।
ভবিষ্যতের দিকে তাকিয়ে হাঁটি,
চোখে স্বপ্নের রেখা, হৃদয়ে বিশ্বাসের দীপ্তি।
পেছনে ফেলে দিই সব ছায়া,
ভয়ের, অনিশ্চয়তার, অতীতের ভার,
ওগুলো আর টানে না আমাকে।
আমি শিখে গেছি, ছায়ার পরেই আলো থাকে।
আজ আমি সূর্যের আলোর পথে,
প্রতিটি পা রাখি সাহস নিয়ে,
ভুলগুলোকে নিজের শিক্ষক বানিয়ে।
এই পথটা আমার নিজের,
আলোয় ভরা, সত্য আর স্বপ্নে গাঁথা।
প্রতিটি ধাপে বুনে নিচ্ছি নতুন সম্ভাবনা,
প্রতিটি নিশ্বাসে বাজে স্বাধীনতার সুর।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন