আবারও শার্লক হোমস হয়ে আসছেন সুপারম্যান তারকা

gbn

নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘এনোলা হোমস’। এর তৃতীয় কিস্তিতে সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি কেভিল আবারও ফিরছেন শার্লক হোমস চরিত্রে। মিলি ববি ব্রাউনের সাথে একত্রে তিনি আগের দুই সিনেমাতেও ছিলেন। তৃতীয় পর্বেও তাকে দেখা যাবে সেই পরিচিত রহস্যময় শার্লকের ভূমিকায়।

হেনরি কেভিল ছাড়াও এই নতুন সিনেমায় ফিরছেন লুইস প্যাট্রিজ (টিউকসবারি), হেলেনা বোনহ্যাম কার্টার (ইউডোরিয়া হোমস), হিমেশ প্যাটেল (ড. জন ওয়াটসন) এবং শ্যারন ডানকান-ব্রুস্টার (মোরিআর্টি)।

 

জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হয়েছে এপ্রিল মাসে। এবারের কাহিনী এগোবে মাল্টায়। সেখানে এনোলা এমন এক জটিল ও বিপজ্জনক মামলার মুখোমুখি হবে যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে।

আবারও শার্লক হোমস হয়ে আসছেন সুপারম্যান তারকা

 

পূর্বের দুই কিস্তির পরিচালক ছিলেন হ্যারি ব্র্যাডবিয়ার। তার পরিবর্তে এবার পরিচালনার দায়িত্বে আছেন ‘বয়েলিং পয়েন্ট’খ্যাত ফিলিপ বারান্তিনি। এর চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন।

 

 

 

হেনরি কেভিল বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রকল্প নিয়ে। তবে ‘এনোলা হোমস ৩’–এ তার প্রত্যাবর্তন তার ভক্তদের মাঝে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। রহস্যপ্রেমীদের জন্য এই সিনেমা হতে যাচ্ছে আরও এক স্মরণীয় অ্যাডভেঞ্চার।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন