প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে — ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি

gbn

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। “তিনি বলেন, অজ্ঞাত ফোন নাম্বার থেকে প্রতিনিয়ত  হুমকি দেয়া হচ্ছে, পারভেজের ছোটবোন মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন।”  

জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পারভেজের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে পারভেজের নিজ গ্রাম ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া পাঠকবাড়ী এসে কবর জিয়ারত শেষে এক প্রেস ব্রিফিংএ এসব কথা বলেছেন। তিনি বলেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বনানী ও ভালুকা মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে। পারভেজের পরিবারের নিরাপত্তা সুনিশ্চি করতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতৃবৃন্ধ পাশে থাকবে। কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, বিগত সাড়ে আটমাসে এই দেশে আইনশৃংখলার ব্যাপক অবনতি ঘটেছে এবং নির্দলীয় সরকারের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্ধিহান। এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্ধের ময়মনসিংহের ভালুকায় আগমন উপলক্ষে উপজেলার কালারমাস্টার এলাকায় ছাত্রদল নেতা শরিফ আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্ধকে স্বাগতম জানান। পরে ভালুকা উপজেলা ছত্রদলের ব্যানারে পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অংশ নেন রাকিবুল ইসলাম রাকিব । 

এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, মশিউর রহমান মামুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান যুগ্নআহবায়ক,আনোয়ার হুসেন,মঈন,সদস্য হাসিব আল হানিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি গত শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলের প্রকাশ্যে এমন নির্মম হত্যা হত্যাকাণ্ডে বাকরুদ্ধ পারভেজের বাবা-মা। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান পারভেজের পরিবার।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন