জিবি নিউজ ।।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌত অভিযানে অস্ত্রসহ মোঃ চাঁন মিয়া (৫০)সহ তিনজনকে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে শেরপুর আবাসিক এলাকাধীন মোঃ চাঁন মিয়ার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। বাকিদের তাৎক্ষণিক নামও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- জামেয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মোঃ চাঁন মিয়া গংদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে মাদ্রাসায় হামলার ঘটনা ঘটলে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মোঃ চাঁন মিয়াকে আটক করে।
এসময় সেনাবাহিনী ও পুলিশ আটক হওয়া চাঁন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন