পোস্ট দিয়ে ক্রিকেট থেকে বিরতি নিলেন পাকিস্তানের নারী তারকা

gbn

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিদা দার। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আইডিতে এক পোস্ট করে এ ঘোষণা দেন তিনি।

আকস্মিক এই সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ হিসেবে মানসিক স্বাস্থ্যের সমস্যার কথা জানান নিদা। সম্প্রতি ব্যক্তিগত ও পেশাগতভাবে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন, যা তার মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন। এই সমস্যা থেকে সেরে উঠতে কিছুদিনের জন্য বিরতিতে যাওয়া প্রয়োজন মনে করেই ওপরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

পোস্টে নিদা বলেন, ‘অত্যন্ত সতর্ককতার সঙ্গে চিন্তা করেই আমি সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেন আমার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি।’

‘সাম্প্রতিক ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জগুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, তাই কিছু সময় নিজের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।’

 

পোস্টে সকলের কাছে বিরতিকালীন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান নিদা। বিরতির পর আবারও মাঠে ফেরার প্রতিশ্রুতি দেন তিনি।

নিদা বলেন, ‘এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান ও বোঝার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার প্রিয়জনদের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং আমি মাঠে ফিরে আসার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, নিদা দারকে ঘরের মাঠে সর্বশেষ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টের প্রস্তুতি শিবিরে ডাকা হয়েছিল। তবে ফিটনেস টেস্টের ফল সন্তোষজনক না হওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়নি।

 

জাতীয় দলে রাখা না হলেও নিদাকে ঘরোয়া ক্রিকেট জাতীয় টি-২০ কাপে খেলার জন্য আহ্বান করা হয়েছিল। তবে সেখান থেকে নিজেকেও গুটিয়ে রাখেন তিনি। যে কারণে ফয়সালাবাদে অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্পে যোগ দেননি সাবেক এই অধিনায়ক।

 

 

 

পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার নিদা দার। এছাড়া পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে প্রথম ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করা বোলার তিনি। পাকিস্তানের হয়ে ১০০ ওয়ানডে খেলা প্রথম চারজনের অন্যতম হলেন ডানহাতি অলরাউন্ডার।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন