তলানিতেই থাকলো চেন্নাই, এক ধাপ উন্নতি হায়দরাবাদের

gbn

খেলা শুরুর আগেই দু’দলই ছিল তলানিতে। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অবস্থান ছিল সবার নিচে, ১০ নম্বরে। আর সানরাইজার্স হায়দরাবাদের তার আগে, ৯ নম্বরে। ম্যাচের পর টেবিলের চিত্র খানিক বদলেছে। চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে এক ধাপ উন্নতি হয়েছে হায়দরাবাদের। ৯ ম্যাচে ৩ জয়ে টেবিলের অষ্টম স্থানে। অন্যদিকে সমান সপ্তম হারে তলানিতেই রয়ে গেছে চেন্নাই।

শুক্রবার ঘরের মাঠ এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় চেন্নাই। জবাবে ৫ উইকেট ৮ বল হাতে রেখে চেন্নাইয়ের ডেরা থেকে জয় নিয়ে ফেরে হায়দরাবাদ।

 

ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি চেন্নাইয়ের। দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার শাইখ রাশিদকে (১ বলে ০) হারায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলেই তাকে স্লিপে অভিষেক শর্মার হাতের ক্যাচ বানান মোহাম্মদ শামি।

দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করেন আয়ুশ মাহার্তে ও স্যাম কারেন। ১০ বলে ৬ রান করে সাজঘরে ফেরত যান কারেন। ১৯ বলে ৩০ রানে আটকে যান মাহার্তে। ৪৭ রানে হয় ৩ উইকেটের পতন।

 

পিচে সেট হয়েও ১৭ বলে ২১ রানের বেশি করতে পারেননি বরীন্দ্র জাদেজা। চেন্নাইকে যা এগিয়ে দেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়ালড ব্রেভিস। ২৫ বলে চেন্নাইয়ের ইনিংসের সর্বোচ্চ ৪২ রান করেন তিনি।

শিবম দুবে ১২, মহেন্দ্র সিং ধোনি ৬ ও আনশুল কম্বুজ ও নুর আহমদ ২ রান করে আউট হলে ১৩৭ রানেই ৯ উইকেটের পতন হয় চেন্নাইয়ের। শেষ দিকে একাই লড়াই করে চ্যালেঞ্জিং স্কোর চেষ্টা করেন দিপক হুদা। ২১ বলে ২২ রান করেন তিনি আউট হলে ১৯.৪ ওভারে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।

১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়েছিল হায়দরাবাদও। তারাও রানের খাতা খোলার আগে উইকেট হারায়। ২ বল খেলে শূন্য রানে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। ১৬ বলে ১৯ রানে থেমে যান ট্রাভিস হেড। ৮ বলে ৭ রান করে হেনরিখ ক্লাসেন আউট হওয়ার পর রান করে দেন ইশান কিশান। হায়দরাবাদের ইনিংসের সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন তিনি।

 

ইশান কিশানের পর দ্রুত আউট হন অনিকেত ভার্মাও। ১০৬ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা শঙ্কায় পড়েছিল হায়দরাবাদ। তবে শেষ শঙ্কা উড়ে যায় কামিন্দু মেন্ডিস ও নিতিশ কুমার রেড্ডির অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে।

মেন্ডিস ২২ বলে ৩২ আর রেড্ডি ১৩ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে হায়দরাবাদকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে হায়দরাবাদের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন হার্শাল প্যাটেল। ২টি করে উইকেট নেন জয়দেব উনাদখত ও প্যাট কামিন্স। চেন্নাইয়ে হয়ে ৪২ রানে ২ উইকেট পান নুর আহমদ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন