মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে ::
কর্মদক্ষতার জন্য বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত হয়েছেন। গত ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক ও প্রশংসাপত্র প্রদান করা হয়। সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত” পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৫’ বিগত নভেম্বর ২০২৪ হতে মার্চ ২০২৫ খ্রি: পর্যন্ত সময় কালের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানা তামিল, তদন্ত রিপোর্ট প্রেরণসহ অন্যান্য প্রশাসনিক কাজ সুচারুভাবে সম্পন্ন করায় কর্মদক্ষতার জন্য সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত করা হয়। এক প্রতিক্রিয়ার বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ঠ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন