যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই যুবক আটক

gbn

ইয়ানূর রহমান : যশোর সদরের একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগি ওই মহিলা শ্রমিক। ধর্ষনের অভিযোগে আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও রাব্বি হোসেন। তারা দু’জনই ওই এলাকার ত্রাস হিসাবে পরিচিত। মামলার অভিযোগে বলা হয়, গত ৪/৫ মাস ধরে ভুক্তভোগী নারী স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে একটি কুড়ে ঘরে তিনি স্বামী ও সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাকে কাজ করে। ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। শুক্রবার রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী শ্রমিক। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় রাব্বি হোসেন সহযোগিতা করে। ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী শ্রমিক। তাদের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।#

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন