পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান সৌরভের

gbn

কাশ্মীরের পহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের ঘটনায় ভারত পুরোপুরি দায়ী করছে পাকিস্তানকে। এ ঘটনায় এখন মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশ। অবস্থা এমন যে, যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬জন পর্যটক। এ ঘটনার পরই পাকিস্তানের দিকে আঙ্গুল তুলেছে ভারত। দু’দেশের মধ্যে সমস্ত সম্পর্ক বলতে গেলে ছিন্ন হয়ে গেছে। ভারতীয়রা জানিয়ে দিয়েছে, আর কখনোই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। ভারতের পিএসএলের সম্প্রচার বন্ধ করা হয়েছে। পাকিস্তানে পিএসএল সম্প্রচারে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে।

 

সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা কথা বলছেন এ নিয়ে। সে তালিকায় যোগ হলেন সৌরভ গাঙ্গুলি। তিনিও চান, যে কোনোভাবেই হোক, পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হলে সৌরভকে পেহেলগাম ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। পাকিস্তানের সঙ্গে ভারতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলে সব মহল থেকে যে আওয়াজ উঠেছে, সেটি নিয়ে জানতে চাইলে ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, ‘১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এ রকম ঘটনা ঘটে চলবে।’

 

২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দু’দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। তবুও ২০১৩ সালে একবার ভারতে গিয়ে খেলেছিল পাকিস্তান। কিন্তু এরপর থেকে আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়া আর ক্রিকেট মাঠে দুই দেশের দেখা হয় না। সৌরভ গাঙ্গুলির মতে, সব পরিস্থিতিতেই দু’দেশের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিৎ হবে।

 

 

 

আইসিসি ও এসিসির টুর্নামেন্টেও যেন পাকিস্তানের মুখোমুখি করা না হয়, সে জন্য আইসিসির কাছে চিঠি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভ মনে করেন এটা সঠিক সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ‘বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন