সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানালেন হেড কোচ সিমন্স

gbn

চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে হতাশা ছাড়া আর কিছুই প্রকাশ করার ছিল না বাংলাদেশের। কোনো ম্যাচ না জিতেই দেশে ফিরেছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে পরিবর্তনের কথা বলেছিলেন অধিনায়ক শান্ত।

কিন্তু সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ দলের যা পারফরম্যান্স, তাতে কমা তো দূরে থাক, উল্টো সমর্থকদের হতাশ বেড়েছে কয়েকগুণ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে একটা সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি শান্তবাহিনী।

 

দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে জিম্বাবুয়েকে মাত্র ১৭৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। তাতে যে সফরকারীদের রুখে দেওয়া যাবে না, সেটি তখনই বুঝে ফেলেছিলেন দর্শকরা। শেষ পর্যন্ত সেই বোঝার ব্যতিক্রম হয়নি। ৩ উইকেট হাতে রেখে দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জিম্বাবুয়ে।

সিলেট সফর শেষ করে দুই দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল সোমবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।

 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ক্রিকেটভক্তদের বার্তা দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ক্যারিরিয়ান এই কোচ সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।

সিমন্স বলেন, ‘বাংলাদেশের মানুষদের ধৈর্য ধরতে বলবো। আমি জানি সবার খেলার প্রতি আবেগ ও ভালোবাসা কত বেশি এখানে। সবাই চায় বাংলাদেশ আরও ভালো করুক। তবে আমি ধৈর্য ধরতে অনুরোধ করবো। আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজ করতে। সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।’

দলের করুণ অবস্থায় আশার বাণী শুনিয়েছেন সিমন্স। টেস্ট ক্রিকেটকে ইতিবাচক ধারায় ফেরানোর দর্শন প্রকাশ করেছেন ক্যারিবিয়ান কোচ। তবে সেজন্য সময় দরকার বলে মনে করেন টাইগার হেড কোচ।

 

সিমন্স বলেন, ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু ঠেকিয়ে ঠেকিয়ে ২০০ রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন, পরিবর্তনের কথা। আমরা যেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই।’

প্রথম টেস্টে হারের কারণ যে ব্যাটারদের ব্যর্থতা, সেটি কারোই অজানা নয়। কেউ কেউ জিম্বাবুয়ের বোলারদের প্রশংসা করলেও সিমন্স বলছেন, বাজে শট খেলার কারণেই আউট হয়েছেন ব্যাটাররা।

সিমন্স বলেন, ‘কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগিয়ে যেতে এসব জায়গায় উন্নতি করতে হবে। এক, দুই, তিন টেস্ট এটা হবে না।’

 

সিলেট টেস্টের স্কোয়াডে ছিলেন পেসার তানজিম হাসান সাকিব। তবে প্রথমবারের টেস্ট দলে ডাক পেলেও অভিষেক হয়নি তার। তবে চট্টগ্রামে তানজিম সাকিবের অভিষেক হওয়ার সম্ভবনা রয়েছে।

তানজিম সাকিবকে নিয়ে সিমন্স বলেন, ‘আমার মনে হয় সে যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে। (সাকিব ব্যাটিং ডেপথ এনে দিবে) এটা সবসময়ই ভালো ব্যাপার দলের জন্য।’

আগামীকাল সোমবার সকাল ১০টায় জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। টপঅর্ডারে শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা এনামুল হক বিজয়কে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন