নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট //
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রবাসী ভাইয়েরা অগ্রনী ভুমিকা পালন করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সিলেট-৪ আসনের উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি সোমবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে সিলেট-৪ আসনের প্রবাসী নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কবি সাহিত্যিক ও কলামিস্ট অধ্যাপক নুরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিরি বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা জাকি মোস্তফা টুটুল, সাবেক উপদেষ্টা মোশাহিদ হোসেন, বিবিসিআই ডাইরেক্টর মিজানুর রহমান মিজান ও সদস্য সেলিম সিদ্দিকী।
কমিউনিটি ব্যক্তিত্ব সোলেমান ইউসুফ রাহীর পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সূচীত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- মোা. আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বেচডল বিএনপির যুগ্ম আহবায়ক বশির আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আবু তায়েফ ও কমিউনিটি নেতা এখলাস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিবিসিআই পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন