উর্ধ্বমুখী করোনার সংক্রমণ, ফের কঠোর লকডাউনের মুখে ক্যালিফোর্নিয়া

জিবিনিউজ 24 ডেস্ক //

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যের বড় অংশগুলো ফের কঠোরভাবে লকডাউনের মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘোষণা করেন, রাজ্যের ৪০ কোটি বাসিন্দার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষকে বাড়িতে থাকার আদেশ দেয়া হবে। খবর বিবিসির।

এছাড়া অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং লোকজনকে তাদের বাড়ির বাইরের কারো সাথে দেখা করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হবে।

 

কোভিড রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে আইসিইউ সেবা সঙ্কুচিত হয়ে আসার পরিপ্রেক্ষিতে নতুন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

স্থানীয় সময় রোববার রাত ১২টার পর থেকেই সান ফ্রান্সিসকো এবং রাজ্যের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহরে লকডাউন কার্যকর হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে তা অন্যান্য শহরেও জারি করা হবে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

প্রসঙ্গত, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৮২ হাজার ২৩৬ জন মৃত্যুবরণ করেছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৩৫ হাজার ১০৭ জনে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ হাজার ৭৯৫ জন।

এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ ০৯ হাজার ৯৬২ জনে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন