জিবিনিউজ 24 ডেস্ক //
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে যাদের ফলো করতেন, তাদের সবাইকে এখন আনফলো বা বাদ দিয়ে দিয়েছেন।
এর আগে ইমরান খান তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ, সাংবাদিক হামিদ মিরের মতো ১৯টি অ্যাকাউন্ট ফলো করতেন। খবর পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
প্রতিবেদনে বলা হয়, সোমবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সবাইকে আনফলো করে দেন ইমরান। এর আগে তিনি শুধু সাংবাদিক হামিদ মিরকে আনফলো করতেন। হামিদ মির সরকারের নানা বিষয়ে সমালোচনা করায় ইমরান খান তাকে আনফলো করে দেন।
টুইটারে ইমরান খানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখেরও বেশি।
এর আগে ইমরান খান যেসব অ্যাকাউন্ট ফলো করছিলেন, তার মধ্যে ছিল তার দল তেহরিক-ই-ইনসাফ, শাওকত খানুম ও নামাল, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ, মানবাধিকারমন্ত্রী শিরিন মাজারি। এছাড়াও নিজের দলের নেতা আসাদ উমর, জাহাঙ্গির খান তারিন, নাইম উল হক প্রমুখের অ্যাকাউন্ট ফলো করতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন