স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের

 জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাকালে বিশ্বব্যাপী স্কুল বন্ধ রাখায় বিশ্বে শিক্ষা সংকট দেখা দিয়েছে, ফলে করোনা সত্ত্বেও স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে, ইউনিসেফ।

করোনা মহামারির সময়ও বিশ্বের সর্বত্র স্কুল খোলা রাখার কথা বলেন জার্মানির ইউনিসেফ শাখার প্রেস অফিসার ক্রিস্টিনে কাহমান। তিনি বলেন, জোর করে স্কুল বন্ধ রাখার কারণে বিশ্ব শিক্ষা সংকটের কবলে পড়েছে।বিশ্বব্যাপী স্কুল বন্ধ করার ফলে শিক্ষা সংকট ছাড়াও আগামী কয়েক দশক ধরে বহু দেশের সমাজে এর প্রতিফলন থাকতে পারে। যার পরিণতিতে বিশাল ক্ষতির সম্মুখীন হবে শিশুরা বিশেষ করে প্রান্তিক শিশুরা।

 

কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর লোদওয়ারে কাজ করা দাতব্য সংস্থা ‘ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি’ বলছে, চলতি বছরের জুন-আগস্ট মাসে তাদের গ্রাহকদের মধ্যে গর্ভধারণের সংখ্যা ছিল ৬২৫, যা গতবছরের একই সময়ের তুলনায় প্রায় তিনগুন (২২৬)। কাছের এক শরণার্থী শিবিরে মার্চ-আগস্টে গর্ভধারণের সংখ্যা ছিল ৫১, যা গতবছর একই সময় ছিল ১৫।

সাম্প্রতিক দশকগুলোতে যেসব গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে তা পিছিয়ে যাওয়ার ফলে বৈষম্য বাড়ার আশঙ্কাও করছেন তিনি। ক্রিস্টিনে কাহমান ডয়েচে ভেলেকে বলেন, ‘‘শিশুরা দীর্ঘদিন স্কুলের বাইরে থাকার ফলে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হবে তেমনি তাদের স্কুলে ফেরার আগ্রহও কমে যাবে, যার পরিণতি তাদের সারা জীবন বহন করতে হবে।’’ শিশুরা স্কুলে না যাওয়ার কারণে যে সহিংসতা বাড়ে তা আগের সংকটগুলোতেও দেখা গেছে।

ক্লাসরুম সংক্রমণমুক্ত ধরে নিয়ে জার্মানি সর্বশেষ লকডাউনের ব্যবস্থা গ্রহণের পরে স্কুল খোলা হয়। তবে নভেম্বরের মধ্যেই তিন লাখেরও বেশি শিক্ষার্থীকে কোয়ারান্টাইনে যেতে হয়। এবং তারপরেও জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার ১০টি স্কুলের মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু জার্মানির সর্বোচ্চ দৈনিক সংক্রমণের হার বাভারিয়া রাজ্য বুধবার থেকে আংশিকভাবে ক্লাস বন্ধ রাখার পরিকল্পনা করছে। সংক্রমণের হার আরও বেড়ে গেলে এইট থেকে ওপরের ক্লাসের শিক্ষার্থীদের জন্য স্কুল এবং অনলাইন ক্লাসের মধ্যে বিকল্প ব্যবস্থা বেছে নেওয়া হবে।

তবে ফ্রান্সে লকডাউন মোটামুটি কঠোর থাকলেও স্কুল খোলা রয়েছে। গবেষণার ফলাফল থেকে জানা যায়, মহামারি বিস্তারে স্কুলের ভূমিকা তেমন বড় নয়। ছোট বাচ্চাদের চেয়ে বড়দের সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাছাড়া বিশ্বব্যাপী স্কুল এবং ডে কেয়ার সেন্টারগুলো সতর্ক থাকায় পুনরায় খোলার পরেও ভাইরাসের বিস্তার ঘটেনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন