উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের

 জিবিনিউজ 24 ডেস্ক //

৮৬ সেন্টিমিটার উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের। মঙ্গলবার (৮ ডিসেম্বর) মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতার কথা যৌথভাবে ঘোষণা করলো নেপাল এবং চিন। এই দুই দেশের দাবি অনুযায়ী, মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা হলো ৮,৮৪৮ মিটার ৮৬ সেন্টিমিটার।

বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা মতভেদ তৈরি হয়েছিলো চিন এবং নেপালের মধ্যে। দুই দেশই নিজ নিজ ভাবে এভারেস্টের উচ্চতা পরিমাপ করে। ১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়া যে পরিমাপ করেছিলো তাতে বলা হয়েছিলো বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯ হাজার ২৮ ফুট)। নেপাল সেই পরিমাপকেই মান্যতা দেয়।

অন্যদিকে, ১৯৭৫ এবং ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা মাপে চিন। প্রথম বারে তাদের হিসেব অনুযায়ী এভারেস্টের উচ্চতা ছিলো ৮,৮৪৪ মিটার ১৩ সেন্টিমিটার। ২০০৫ সালে তারা দাবি করে এভারেস্টের উচ্চতা ৮,৮৪৪ মিটার ৪৩ সেন্টিমিটার। অর্থাৎ সার্ভে অব ইন্ডিয়ার পরিমাপের থেকে প্রায় ৪ মিটার মিটার কম।

২০১৫’র ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার ঘোষণা করে এভারেস্টের উচ্চতা বেড়েছে। বিশেষজ্ঞদের দাবি, ২০১৫’তে নেপালে ভূমিকম্পের ফলে হিমালয় পর্বতমালায় ব্যাপক পরিবর্তন আসে। যার জেরে উচ্চতারও পরিবর্তন হতে পারে এভারেস্টের। এমনটাও জানিয়েছিলেন তারা।

২০১৯’তে নেপাল সফরে গিয়ে চিনা প্রেসিডেন্ট শি চিনফিং যৌথভাবে এভারেস্টের উচ্চতা মাপার বিষয়টি স্থির করে আসেন। এরপর দুই দেশ যৌথভাবে এভারেস্টের উচ্চতা মাপে। মঙ্গলবার এভারেস্টের নতুন উচ্চতা প্রকাশ করলো তারা।

এ প্রসঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গায়ালি বলেন, একটা ঐতিহাসিক মুহূর্ত। মাউন্ট সাগরমাথা চোমোলুংমা (তিব্বতি ভাষায় মাউন্ট এভারেস্টের নাম)’র নতুন উচ্চতা নির্ধারণ করলাম আমরা।

এভারেস্টের উচ্চতা মাপার কাজ প্রথম শুরু হয় ১৮৪৯ সালে। সেই উচ্চতা মাপার পুরোধা ছিলেন বাঙালি গণিতজ্ঞ রাধানাথ সিকদার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন