জিবিনিউজ 24 ডেস্ক //
বেক্সিমকো ফার্মার প্রোডাকশন ডিরেক্টর এআরএম জাহিদুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
সম্প্রতি জাহিদুর রহমানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ফলাফল আসে এবং গত মঙ্গলবার থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জাহিদুর রহমান ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেন এবং পেশাদার জীবনের প্রায় পুরোটা সময় বেক্সিমকো ফার্মার সঙ্গে ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেছেন, জাহিদুর রহমানের এই অকাল প্রয়াণে আমরা খুবই ব্যথিত। কভিড-১৯ রোগীদের চিকিৎসায় বিশ্বের প্রথম জেনেরিক রেমডিসিভির উৎপাদনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা অপূরণীয় ক্ষতি এবং বাংলাদেশ ঔষধ শিল্পে তার মতো একজন অভিজ্ঞ প্রবীণকে হারাল, যার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর রহমান জাহিদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, জাহিদুর রহমান তার দায়িত্ব ও আদর্শের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কভিড-১৯ মহামারীর সময়ও তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন। তার মৃত্যু বেক্সিমকো ফার্মা ও বাংলাদেশের ফার্মাসিটিক্যাল খাতের জন্য একটি বিশাল ক্ষতি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন