চুক্তিতে সচেষ্ট জনসন ও ভন ডার লেন

জিবিনিউজ 24 ডেস্ক //

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন গতরাতের বহুল প্রত্যাশিত বাণিজ্য চুক্তি আলোচনায় ইতি ঘটাতে পারেননি। তবে চুক্তি স্বাক্ষর না হলেও অচলায়তন কিছুটা দূর হয়েছে। চুক্তিহীন অবস্থা ঠেকানোর চূড়ান্ত অবকাশ হিসেবে আগামী রোববারের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য দুই নেতা একমত হয়েছেন।

বৃটিশ জলসীমায় ইউরোপীয় ইউনিয়নের মাছ ধরার সুযোগ নিয়ে মূখ্য আলোচনার ত্রি-কোর্স ডিনারে বিগ ফিশ রেসিপি অন্তর্ভুক্ত ছিল। সন্ধ্যা ৬টার নির্ধারিত খাবার সাড়ে ৭টায় শুরু হয়। এসময় মিস ভন ডার লেন মজাদার গরম মাছ ভূনা মি. জনসনের পাতে তুলে দেন। তবুও আলোচনায় খুব একটা বরফ গলেনি বলে সংশ্লিষ্ট সুত্রগুলো মনে করছেন।

চলমান নীতি অনুসারে যুক্তরাজ্যের জলসীমায় ইউরোপীয় দেশগুলো অবাধে মাছ শিকার করতে পারে। ইইউ বিশেষ করে ফ্রান্স এই সুবিধা আগামীতেও বলবৎ রাখতে চায়।

যুক্তরাজ্য এতে রাজী না হলে ইউরোপের বাজারে তাদের শুল্কমুক্ত মাছ রপ্তানিতে রাজী নয় ইইউভূক্ত সদস্য রাষ্ট্র। এছাড়া বৃটেনে ইইউ নাগরিকদের কর্মসংস্থান অধিকার এবং পরিবেশ বিষয়ক নীতিমালা বহাল রাখা, যাত্রী ও মালামাল পরিবহনে সীমান্ত চৌকিতে তল্লাশি ও শুল্ক আদায় এবং উভয়পক্ষের মধ্যে বিরোধ হলে ইউরোপীয় আদালতে সমাধানের কর্তৃত্ব চায় ইইউ।

ইইউর সাথে বৃটেনের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে গত কয়েক দিনের আলোচনায় যুদ্ধ যুদ্ধ ভাব ছিল। বৃটিশ ব্রেক্সিট আলোচক লর্ড ফ্রস্ট ও ইউরোপীয় প্রধান সমন্বয়ক মিশেল বার্নিয়ার লন্ডনে ও ব্রাসেলসে বহুত দেন-দরবার শেষে ক্লান্ত হয়ে পড়েন। কর্মকর্তাদের ‘আনলক’ অবস্থার অবসান ঘটাতে সোমবার বরিস জনসন এবং উরসুলা ভন ডার লেন প্রায় ৯০ মিনিট টেলিফোনে কথা বলেন। এরই ধারাবাহিকতায় গতরাতে দু’নেতা ও তাদের প্রধান আলোচকরা মুখোমুখি হয়েছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন