জিবিনিউজ 24 ডেস্ক //
লন্ডনে করোনাভাইরাস সংক্রমণের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক পরিস্থিতি নিয়ন্ত্রণের ভেতরে রাখার জন্য করোনা প্রতিরোধে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
স্বাস্থ্য সচিব লন্ডন, কেন্ট এবং এসেক্সের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদের জন্য গণহারে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। এই অঞ্চলে ১১ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার দ্রুত বৃদ্ধিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
মিঃ হ্যানকক বলেছেন, স্কুলের বাচ্চাদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য আমাদের এখনই সবকিছু করা দরকার। শুক্রবার এ ব্যাপারে বিশদ বিবরণী প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন। এছাড়া করোনাভাইরাস তথা কোভিড-৯ উত্থানের পর এই সপ্তাহে লন্ডনবাসীদের “নিয়ম মেনে চলার” বিশেষ অনুরোধ করার পরে ২য় স্তরের (টায়ার-টু) জায়গায় ৩য় স্তরের (টায়ার-ত্রি) কঠিন বিধিনিষেধ আরোপ করা যেতে পারে বলে তিনি মনে করছেন।
ডাউনিং স্ট্রিটের এক প্রেস ব্রিফিংয়ে মিঃ হ্যানকক বলছিলেন, লন্ডন সহ কেন্ট এবং এসেক্সে করোনাভাইরাস নিয়ে সরকার বিশেষত উদ্বিগ্ন। যেখানে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান এবং হঠাৎ ‘উচ্চতর‘ রূপ ধারণ করেছে।
তিনি দৃঢ়তার সাথে বলেছেন, ১৬ ডিসেম্বর সরকারের করোনাভাইরাসের পরবর্তী পর্যালোচনা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অবিলম্বে এই অঞ্চলের জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হবে। কারণ অভিজ্ঞতা থেকে দেখা গেছে, তরুণদের মধ্যে ভাইরাস তীব্রভাবে বৃদ্ধির ফলে পর্যায়ক্রমে আরও দুর্বল স্বাস্থ্যের অধিকারী বয়সীদের মধ্যে করোনা বৃদ্ধি পেতে পারে।
গণ পরীক্ষার পরিকল্পনাটি লন্ডনের সাতটি সবচেয়ে খারাপ-প্রভাবিত বার গুলিতে এবং কেন্টের কিছু অংশ ও সীমান্তযুক্ত এসেক্সের কিছু অংশে প্রয়োগ হবে। মিঃ হ্যানকক বলেন, আমরা মোবাইল পরীক্ষামূলক ইউনিটগুলো বাড়িয়ে চলেছি, যা শিশুদের জন্য কাজে লাগবে। পিসিআর (একটি স্ট্যান্ডার্ড করোনাভাইরাস পরীক্ষা)-এ মাত্র আধ ঘন্টা সময়ে ফলাফল জানা যায়। অতএব শিশুদের পরিবারকে করোনা পরীক্ষা গ্রহণে উৎসাহ প্রদানের জন্য তিনি স্কুল এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন