‘সড়ক-২’র ট্রেলারে ডিসলাইকের বন্যা, আলিয়ার ছবি বয়কটের ডাক

বলিউড সিনেমা ‘সড়ক-২’ মুক্তি পেতে চলেছে আগামী ২৮ আগস্ট। ১৯৯১ সালের ‘সড়ক’ ছবির সিক্যুয়েল এটি। প্রথম থেকেই মহেশ ভাট পরিচালিত এ ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু এখন এই ছবির ট্রেলার মুক্তি পেতেই তা পড়েছে মুখ থুবড়ে।

কারণ এর মধ্যে আরব সাগরে বয়ে গিয়েছে অনেক পানি। পরিস্থিতিও আর নেই আগের মতো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের কদর্য চেহারাটা যেন আরও বেশি করে মুখোশহীন হয়ে পড়েছে।

 

নেপোটিজমের বিরুদ্ধে সরব হয়েছে পুরো ভারত। পাশাপাশি, সুশান্ত-কাণ্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে ‘সড়ক-২’র পরিচালক মহেশ ভাটের সম্পর্ক নিয়েও চলছে অনেক তর্জা। ফলে নেগেটিভ প্রচার শুরু হয়েছে ব্যাপকভাবে। যার প্রভাব পড়েছে ইউটিউবে।

এ ছবির ট্রেলার রিলিজের পর থেকে ফের চরম ট্রোলিং শুরু হয়। বয়কটের ডাক ওঠে। এমনকি ইউটিউবে লাইকের থেকে বাড়তে থাকে ডিসলাইকের সংখ্যা। কয়েক ঘণ্টার মধ্যেই তা পৌঁছে যায় প্রায় ১ মিলিয়নে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন