জো বাইডেন ও কমলা হ্যারিস টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব

-মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে তাঁদের নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ইতিহাস রচনা করেছেন বাইডেন ও কমলা। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নারী হিসেবে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। এ ছাড়া কৃষ্ণাঙ্গ হিসেবেও তিনিই প্রথম এই পদে আসীন হয়েছেন।

 

বাইডেন-কমলার কাছে হেরে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া ব্যক্তিদের ছোটো ক্লাবে নাম লেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

টাইম ম্যাগাজিনের সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্থাল লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের গল্প পরিবর্তনের জন্য, ক্রোধের চেয়ে সহনুভূতির শক্তি যে এগিয়ে, সেটি দেখানোর জন্য এবং শোকসন্তপ্ত জগতে নিরাময়ের স্বপ্ন ভাগ করে নেওয়ার জন্য জো বাইডেন ও কমলা হ্যারিসকে টাইম ম্যাগাজিনের ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত করা হয়েছে।’

 

বর্ষসেরা ব্যক্তির নাম ঘোষণার আগে আলোচনায় এসেছিল এ বছরের বিভিন্ন নাটকীয় ঘটনা, করোনায় সম্মুখ স্বাস্থ্যসেবা কর্মীরা, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি, বর্ণবাদ বিরোধী আন্দোলন এবং বাইডেন ও ট্রাম্পের দ্বৈরথসহ বিভিন্ন ঘটনা।

 

১৯২৭ সাল থেকে প্রতিবছর টাইম ম্যাগাজিন বর্ষসেরা ব্যক্তিদের নাম ঘোষণা করে। গত বছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন