যুক্তরাষ্ট্রেও অনুমোদন পেলো বায়োনটেক-ফাইজারের টিকা

জিবিনিউজ 24 ডেস্ক //

জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক ও মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের যৌথ উদ্যোগে প্রস্তুত করা টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা- এফডিএ। আগামী সপ্তাহ থেকেই দেশটিতে শুরু হতে পারে টিকাদান।

টিকার অনুমোদনের কিছুক্ষণের মধ্যেই এটিকে ‘চিকিৎসায় বিস্ময়' উল্লেখ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, টিকাটি ‘খুবই নিরাপদ'।

 

এফডিএ'র প্রধান বিজ্ঞানী ডেনিস হিনটন ফাইজারের নির্বাহীকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘‘কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার-বায়োনটেকের টিকাকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিচ্ছি।”

স্বাস্থ্যকর্মী এবং নার্সিং হোমে বাস করা বয়স্ক নাগরিকরাই টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি কারা কখন টিকা পাবেন, তা ঠিক করবে।

টিকার অনুমোদনের কিছুক্ষণের মধ্যেই এটিকে ‘চিকিৎসায় বিস্ময়' উল্লেখ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, টিকাটি ‘খুবই নিরাপদ'। টুইটারে প্রকাশ করা এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘‘আমরা এটা নিশ্চিত করেছি যে টিকাটি সব অ্যামেরিকানের জন্য বিনামূল্যে সরবরাহ করা হবে। আমরা এরই মধ্যে সবকয়টি রাজ্যে টিকা সরবরাহ শুরু করেছি। ২৪ ঘণ্টার মধ্যে প্রথম টিকাটি দেয়া হবে।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এবিসি নিউজকে জানিয়েছেন, অনুমোদনের আগে থেকেই বিতরণ নিয়ে ফাইজারের সঙ্গে আলোচনা করে আসছে ট্রাম্প প্রশাসন। তিনি বলেন, ‘‘আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবারই আমরা মানুষকে টিকা দেয়া শুরু করতে পারবো।”

এ সপ্তাহের শুরুতেই আজার বলেছিলেন এ মাসের মধ্যেই তারা দুই কোটি মানুষকে টিকা দেয়ার আশা করছেন। এরই মধ্যে ১০ কোটি ডোজ সরবরাহ করার জন্য ফাইজারের সঙ্গে চুক্তি করেছে দেশটি। মার্চের মধ্যেই সব ডোজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন