জিবিনিউজ 24 ডেস্ক //
অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটির ফুড এন্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) করোনার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার পর তিনি এ কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে।
টুইটারে প্রকাশিত টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রথম টিকাটি দেয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের অংশীদার ফেডএক্স ও ইউপিএসের মাধ্যমে ইতোমধ্যে আমরা প্রত্যেক রাজ্যে ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু করেছি। অগ্রাধিকার ভিত্তিতে কারা ভ্যাকসিন পাবেন তা রাজ্যের গভর্ণররা নির্ধারণ করবেন।
ট্রাম্প বলেন, আমরা চাই সিনিয়র নাগরিক, স্বাস্থ্য কর্মী এবং সম্মুখ সারির যোদ্ধারা আগে টিকা পাক। এতে মৃত্যু হার দ্রুত ও নাটকীয়ভাবে কমে যাবে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী করোনা আক্রান্ত রোগী ৭ কোটি ছাড়িয়েছে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী, করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৪৮৬ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ১ লাখ ৩১ হাজার ৯১১ জনে। করোনা থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৪ কোটি ৫২ লাখ ৯২ হাজার ১৪৬ জন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন