মার্কিন সিনেটে নতুন প্রতিরক্ষা বিল পাস ট্রাম্পের হুমকি সত্ত্বেও

gbn

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:মার্কিন সিনেটে নিরঙ্কুশভাবে পাস হলো নতুন প্রতিরক্ষা বিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের নির্দেশ দিয়েছিলেন বিলটি যেন পাস না করা হয়। প্রয়োজনে ভেটো দেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি।     ভেটো ক্ষমতা রহিত করে এই বিল পাস হয়েছে ৮৪-১৩ ভোটে। ট্রাম্পের অবস্থানের কারণে বিলটি নিয়ে স্পষ্টতই বিভক্ত হয়ে গিয়েছিলেন রিপাবলিকান সিনেটররা। প্রশ্ন দাঁড়িয়েছিল, তারা দেশের প্রতিরক্ষার জন্য নতুন নীতির দিকে সমর্থন দেবেন, নাকি প্রেসিডেন্টের প্রতি নিজেদের বিশ্বস্ততা দেখাবেন।    শেষ পর্যন্ত বিলটি তারা শুধু পাসই করাননি, একই সঙ্গে ভেটো রহিতের প্রয়োজনীয় ভোটও দিয়েছেন। চাইলেও এটিতে আর ভেটো দিতে পারবেন না ট্রাম্প। তবে এটি আইনে পরিণত হবে কি না তা প্রেসিডেন্টের স্বাক্ষরের ওপর নির্ভর করছে।    ৭৪০ বিলিয়ন ডলারের এই বিলের নাম ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন বিল। এর আওতায় বেতন বাড়বে মার্কিন সৈনিকদের, অস্ত্রের আধুনিকায়ন হবে এবং জার্মানি ও আফগানিস্তান থেকে সৈন্য অপসারণের নিয়মনীতি আরও কঠিন হবে।    এই বিলে ২৩০ নম্বর অনুচ্ছেদ যুক্ত না থাকায় ভেটো দিতে চেয়েছিলেন ট্রাম্প। এই অনুচ্ছেদ ইন্টারনেট কোম্পানিগুলোকে সুরক্ষা প্রদান করে। যার ফলে বিভিন্ন ওয়েবসাইটে গোপন সামরিক তথ্য চাইলেই আপলোড করা যায়, আইনি বাধ্যবাধকতা থাকে না।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন