১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকল শহিদের জন্য মসজিদে-মসজিদে দোয়া-মাহফিল ও বিশেষ মোনাজাত করার জন্য দেশবরেণ্য আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
শুক্রবার ( ১৪ আগস্ট) ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী এক বিবৃতিতে এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৫ আগস্ট আমাদের দেশ, জাতির জন্য একটি কলঙ্ক অধ্যায়। যে নেতাদের যোগ্য নেতৃত্বে বিশ্বের বুকে বাঙালি মুসলিমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলো। তাঁকে সাম্প্রদায়িক প্রেত্নারা সপরিবারে খুন করলো। পৃথিবীর ইতিহাসে এমন নজির কম আছে। জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আগস্ট আসলেই স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক চক্র ষড়যন্ত্র করার জন্য উম্মাদ হয়ে উঠে। তাই এ দেশের শান্তি প্রিয় আলেম-ওলামাদের সর্বদায় সজাগ থাকতে হবে, যাতে আর কোনো ষড়যন্ত্র না হয়। পঁচাত্তর সালের ১৫ আগস্ট স্বাধীনতারবিরোধী চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বিদেশ থাকায় বঙ্গবন্ধু দুই কন্যা ঘাতকদের হাত থেকে বেঁচে যান।
ওলামা লীগের সদস্য সচিব বলেন, বাঙালি জাতি পিতা মুজিবের হত্যার প্রতিশোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের জন্যেই ১৯৯৬ সালে বঙ্গকন্যা শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয় করার মাধ্যমে ক্ষমতায় আসিন করেন। ২০০১ এ আওয়ামী লীগকে ফের ষড়যন্ত্র করে পরাজিত করা হলেও বাঙ্গালি বঙ্গবন্ধু রক্তের ঋণের দায়ে ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো বিজয় মালা পরান। তার ধারাবাহিতায় এখনো রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ।
মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সুখি সম্মৃদ্ধ, শান্তির বাংলাদেশ নির্মাণে আলেম-ওলামাদেরও এগিয়ে আসতে হবে।
Attachments area
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন