-মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের পরিবেশকে ফের সুস্থ করে তুলতে বদ্ধপরিকর। জানালেন জো বাইডেন। চলতি বছরে করোনাকালে বহু মার্কিনী তাদের প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে নির্বাচন জিতেছেন বাইডেন। এবার যুক্তরাষ্ট্রকে তার পূর্বের গরিমা ফেরানোর কাজ তিনি করবেন। প্যারিস চুক্তি অনুসারেই কাজ করবেন বাইডেন। এই চুক্তিতে আমেরিকা ছাড়াও বিশ্বের আরও ১৯৪ টি দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারেই আগামীদিনে বিশ্বের সঙ্গে কাজ করবে মার্কিন প্রশাসন।
আর অপেক্ষা করে থাকতে চান না, জানালেন বাইডেন। করোনাকালে যুক্তরাষ্ট্র অনেকটাই পিছিয়ে পড়েছে। কিন্তু তা নিয়ে না ভেবে তারা সামনের দিকে এগিয়ে যেতে চান। এই কাজ তিনি একা করতে পারবেন না। তাই তার সঙ্গে প্রতিটি মার্কিনিকে তিনি আহ্বান করলেন। একটি পরমানু শক্তিধর দেশ হিসাবে বিশ্বে পরিচিত হলেও করোনাকালে আমেরিকার অর্থনীতি বিশ্বের অন্য দেশের তুলনায় একেবারেই পিছিয়ে ছিল না বলে দাবি করেন বাইডেন।
আমেরিকার অর্থিক পরিস্থিতি এখনও বিশ্বের অন্য দেশের তুলনায় অনেক এগিয়ে। কৃষি, শিল্প,শিক্ষা থেকে শুরু করে প্রতিটি মার্কিন নাগরিকের দৈনিক আয় আজও বিশ্বের কাছে ইর্ষার বিষয়। পরিবেশকে রক্ষা করার সবধরনের কাজ বাইডেন প্রশাসন করবে বলেও দাবি করেন তিনি। করোনাকালের পর বিশ্ব এক নতুন আমেরিকাকে দেখবে, যেখানে মানুষের পাশে থাকার অঙ্গীকার থাকবে। পুরাতন ব্যর্থতাকে সরিয়ে দিয়ে মার্কিন নাগরিকরা নতুন দিকে এগিয়ে যাবে। করোনাকালে বিশ্বে সবথেকে বেশি মৃত্যু ঘটেছে আমেরিকায়। তবে তারই মধ্যে এই যুদ্ধ তারা জয় করবেন বলেই দাবি করেন জো বাইডেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন