মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য নির্মূল কমিটি

জিবি নিউজ ডেস্ক ।।

গত ১২ ডিসেম্বর যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনলাইন সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি নুর উদ্দিন আহমেদ  ও পরিচালনা করেন যুগ্ন সম্পাদক স্মৃতি আজাদ। আরোও বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ,  সহ-সভাপতি সৈয়দ এনামুল ইসলাম,  তথ্য ও গবেষণা সম্পাদক অনজুমানআরা  অনজু, যুগ্ন সম্পাদক রুবী হক, সাংগঠনিক সম্পাদক শাহ মুতাফিজুর রহমান বেলাল, সাংকৃতিক সম্পাদক সেলিনা আক্তার জোসনা, কার্যকরী সদস্য জুসনা পারভীন ও সংগ্রামী সাধারন সম্পাদক জামাল আহমেদ খান । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে লেখক গবেষক পার্থ বন্দোপাধ্যায়, উপদেষ্টা হুসনা মতিন ও নারী নেত্রী নাজমা হোসেন ।     নির্মূল কমিটির নেতৃবৃন্দরা অবিলম্বে এই স্বাধীনতা বিরুধী কালো অপশক্তিদের আইনি আওতায় এনে বিচারের সম্মুখীন করার আহ্বান জানিয়েছেন সরকরের প্রতি । তারা আরও বলেন স্বাধীন বাংলাদেশে রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের অতিসত্বর বিচার কার্য শেষ করতে হবে। এজন্য যুক্তরাজ্য নির্মূল কমিটি আন্দোলন করে যাবে এবং একই সাথে বাংলার মাটি থেকে সকল জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও স্বাধীনতা পরাজিত শক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।   

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন